(a) শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্বের উপযোগিতা আলোচনা করো। অথবা, শিপুর শিখনে অপারেন্ট অনুবর্তনের প্রভাব লেখো। অথবা, অপারেস্ট অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য লেখো। (b) সক্রিয় অনুবর্তন্ত্রের সীমাবদ্ধতা লেখো।

Alborigato
(a) শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্বের উপযোগিতা আলোচনা করো। অথবা, শিপুর শিখনে অপারেন্ট অনুবর্তনের প্রভাব লেখো। অথবা, অপারেস্ট অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য লেখো। (b) সক্রিয় অনুবর্তন্ত্রের সীমাবদ্ধতা লেখো। উত্তর (a) শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের উপযোগিতা সক্রিয় অনুবর্তন নীতি বর্তমানে শিক্ষাক্ষেতে নানাভাবে ব্যবহৃত হচ্ছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল। পরিকল্পিত শিখন পদ্ধতি এবং ।।. আচরণ সংশোধনের কৌশল [1] পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি: কিনারের সক্রিয় অনুবর্তন নীতিকে ভিত্তি করে এই যুগান্তকারী শিক্ষণ পদ্ধতিটি রূপ পেয়েছে। পরিকল্পিত শিক্ষণ। পদ্ধতি হল পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র ভরের মধ্য দিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছোনো। যে বিষয়টি শিক্ষার্থীরা শিখবে, সেই বিষয়টিকে শিক্ষার্থীদের উপযোগী করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, একে 'ভেম বলে। প্রত্যেকটি ফ্রেম এমনভাবে তৈরি করা হয় যাতে শিক্ষার্থীদের অধিকাংশই নিজে পড়ে প্রশ্নের উত্তর দিতে পারে। ওই ফ্রেমগুলি বইয়ের আকারে বা ডিডিয়ো চেপে ধরে রাখা হয়। শিক্ষার্থী প্রতিটি অংশ বা ফ্রেম পর্যায়ক্রমে শেখে। প্রতিটি অংশেই প্রশ্ন থাকে। একটি অংশ বা ফ্রেমের প্রতিষ্ঠি…

একটি মন্তব্য পোস্ট করুন