সমস্যা-সমাধান শিখন কৌশলের প্রকারভেদ উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত ঘনডাইকের পরীক্ষাটি লেখো।2+6
Alborigato
সমস্যা-সমাধান শিখন কৌশলের প্রকারভেদ উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত ঘনডাইকের পরীক্ষাটি লেখো।2+6
সমস্যা-সমাধান শিখন কৌশলের প্রকারভেদ উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত ঘনডাইকের পরীক্ষাটি লেখো।2+6 উত্তর সমস্যা-সমাধান শিষন কৌশলের প্রকারভেদ কোনো ব্যক্তি কীভাবে সমস্যা সমাধান করে, সে সম্পর্কে দুটি ব্যাখ্যা আছে- [1] প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল: কেউ কেউ মনে করেন, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে ক্রমণ সমস্যার সমাধান হয়। ভুল প্রতিক্রিয়াগুলি বাতিল করে, সঠিক প্রতিক্রিয়াগুলি একত্র করে ব্যক্তি সমস্যার সমাধান করে। [2] অন্তর্দৃষ্টি শিখন কৌশল: অনেকের মতে, সমস্যা-সমাধান অন্তর্দৃষ্টির মাধ্যমে ঘাটে। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব সম্পর্কিত থনডাইকের পরীক্ষা থনডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ স্থাপন হল শিখন। তিনি বিভিন্ন ধরনের ইতর প্রাণীর ওপর প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের পরীক্ষা করেন। এখানে বিড়াল ও খাঁচার পরীক্ষাটির বর্ণনা করা হলো। [1] পরীক্ষা: একটি বিড়ালকে খাঁচার মধ্যে ঢোকানো হলো। খাঁচাটিতে একটি দরজা ছিল এবং সেটি ছিটকিনি দিয়ে আটকানো ছিল। শিবকুনিতে এমন ব্যবস্থা ছিল যাতে খাঁচার নির্দিষ্ট স্থানে চাপ পড়লে সেটি খুলে যায়। একটি ক্ষুধার্ত বিড়ালকে ওই খাঁচার ভিতর প্রবেশ করানো হলো। খাঁচার…