পোস্টগুলি

প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য লেখো। 2+6

Alborigato
প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য লেখো। 2+6 উত্তর প্রাচীণ অণুবর্তণ যে অনুবর্তন কৌশলে প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয়, তাকে প্রাচীন অনুবর্তন বলে। প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য [1] অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন: যে উদ্দীপকটিকে অনুবর্তিত করতে হবে সেই উদ্দীপকটিকে স্বাভাবিক উদ্দীপকের ঠিক আগে উপস্থিত করতে হবে। এই কারণে প্যাডলডের পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার আগে ঘন্টাধবনির বাবস্থা করা হয়েছিল। [2] স্বাভাবিক উদ্দীপক অধিক শন্ধিশালী: স্বাভাবিক উদ্দীপকের শক্তি অনুবর্তিত উদ্দীপকের চেয়ে বেশি। কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে খাদ্যবস্তু ঘণ্টাধ্বনি অপেক্ষা শক্তিশালী উদ্দীপক এবং তা বেশি লালাক্ষরণ ঘটায়। [3] উদ্দীপক দুটির বারবার উপস্থিতি: স্বাভাবিক ও কৃত্তিম বা নিরপেক্ষ উদ্দীপককে একই রুমে বারবার উপস্থাপিত করতে হবে যতক্ষণ না পরিবর্তন প্রতিক্রিয়া সম্পন্ন হচ্ছে।  [4] স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন: কৃত্রিম উদ্দীপকে রেশ থাকতে থাকতেই স্বাভাবিক উদ্দীপকটিকে উপস্থাপন করতে হবে। (যেভাবে প্যাভলবের পরীক্ষায় ঘন্টা ধোনি রেস্ট থাকতে থাকতেই খ…

একটি মন্তব্য পোস্ট করুন