সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো।2+6

Alborigato
সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো।2+6 উত্তর সাধারণ মানসিক ক্ষমতা স্পিয়ারম্যান শিক্ষার্থীদের পারদর্শিতার ওপর সমীক্ষা করে জটিল পরিসংখ্যানগত কৌশল উপাদান বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে এসেছেন যে, সমস্ত রকমের বৌদ্ধিক কাজে কমবেশি একটি ক্ষমতার প্রয়োজন হয়। এই ক্ষমতাকে বলা হয় সাধারণ মানসিক ক্ষমতা বা General Mental Ability (GMA)। এই মানসিক ক্ষমতাকে তিনি 'General Factor' (সাধারণ উপাদান) বা সংক্ষেপে 'G' বলেছেন। মনোবিদদের মতে, সাধারণ মানসিক শক্তি বা G উপাদানই হল বুদ্ধি। সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য সাধারণ মানসিক ক্ষমতার ধারণাটি আরও স্পষ্ট করতে গেলে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা প্রয়োজন। সাধারণ মানসিক ক্ষমতার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায়, সেগুলি হল- [1] সহজাত: এই ক্ষমতা সহজাত অর্থাৎ, জিনগতসূত্রে শিশু এই ক্ষমতার অধিকারী। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই ক্ষমতা বিকশিত হয়। অধিকাংশ মনোবিদের মতে, সাধারণভাবে আঠারো বছর পর্যন্ত এর বিকাশ ঘটে। শৈশবে বিকাশের হার খুব বেশি থাকে। বাল্যকালে তা কিছুটা হ্রাস পায়, কৈশোরে আবার বৃদ্ধি পায় এবং তার পরে ও…

একটি মন্তব্য পোস্ট করুন