শিখনে আগ্রহের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বাঞ্ছিত আগ্রহ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা লেখো। শিক্ষার ক্ষেত্রে পিপুর আগ্রহের প্রয়োজনীয়তা লেখো।
শিখনে আগ্রহের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বাঞ্ছিত আগ্রহ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা লেখো। শিক্ষার ক্ষেত্রে পিপুর আগ্রহের প্রয়োজনীয়তা লেখো। উত্তর শিখণে আগ্রহের ভূমিকা শিক্ষায় আগ্রহের পুরুত্ব অপরিসীম। প্রেষণা সৃষ্টিতে আগ্রহের ইতিবাচক ভূমিকা সম্পর্কে সব মনোবিজ্ঞানীই একমত। তাই শিক্ষা-কর্মসূচির অন্যতম পুরুত্বপূর্ণ বিষয় হল আগ্রহের বিকাশ এবং বাস্থিত আগ্রহ সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ। আগ্রহ বিকাশে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি হল- [1] শিক্ষার লক্ষ্য হল শিশুর শারীরিক, বৌখিক, সামাজিক ও প্রাস্কোডিক বিকাশ-সহ আগ্রহ বিকাশে উপযুক্ত কর্মসূচি পরিকল্পনা করা। [2] স্বতঃস্ফূর্ততা আগ্রহ বিকাশে বিশেষ সহায়ক। তাই শিশুকে যতটা সম্ভব স্বাধীনতা দিয়ে তার স্বতঃস্ফূর্ততাকে উৎসাহ দিতে হবে। [3] শিশু যাতে পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারে, সে ব্যাপারে তাকে স্বাধীনতা দিতে হবে। একইভাবে সে যাতে তার পছন্দমতো সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশয়ন্ত্রণ করতে পারে, তার ব্যবস্থাও করতে হবে। [4] শিশুর আগ্রহের দিকাষ্ট লক্ষ করে বিভিন্ন পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কর্মসূচির মধ্যে দিয়ে আগ্রহ বিকাশের অনুকুল পরিবেশ গঠন করা প্রয়োজন । [5] শিশুর আগ্রহের পরিধিকে …