নাতিশীতোয় ঘূর্ণবাতের গতিপথ(Track of Temperate Cyclone)

Alborigato
নাতিশীতোয় ঘূর্ণবাতের গতিপথ(Track of Temperate Cyclone) আকার (Shape) নাতিশীতোয় ঘূর্ণবাতে সমচাপ রেখাগুলি বৃত্তাকার নয় এবং কম সমানুবর্তী। এর মধ্যবর্তী নিম্নচাপকেন্দ্রটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হয়ে থাকে, যদিও এদের আয়তন বিভিন্ন প্রকারের হতে পারে। গড়ে এদের আয়তন 1,25,000 বর্গ কিমি থেকে 5,00,000 বর্গ কিমি-এর মধ্যে থাকে গতিবেগ (Velocity) এদের গতিবেগও নির্দিষ্ট নয়। আবার অঞ্চলভেদে এদের গতিবেগের বিভিন্নতা দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে পূর্বে চলমান ঘূর্ণবাতগুলির গতিবেগ গ্রীষ্মকালে ঘণ্টায় 25-35 কিমি এবং শীতকালে 50-60 কিমি পর্যন্ত হয়। গ্রীষ্মকালের তুলনায় শীতকালে অনুভূমিক বায়ুচাপ ঢালের পরিমাণ বেশি থাকে বলে স্বাভাবিকভাবে শীতকালে এদের গতিবেগ বেশি হয়। তবে কখনোই এদের গতিবেগ ঘণ্টায় 100 কিমি-র বেশি হয় না। গতিপথ (Track and Movement) নাতিশীতোয় ঘূর্ণবাত সাধারণত পশ্চিমা বায়ুকে অনুসরণ করে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে মহাদেশের উপর সামান্য দক্ষিণে বাঁক নেয় কিন্তু সমুদ্রে বাঁক নেয় সামান্য উত্তরে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে এদের গতিপথও পরিবর্তিত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে শীত…

একটি মন্তব্য পোস্ট করুন