টর্নেডো(Tornado)

Alborigato
টর্নেডো(Tornado)
টর্নেডো(Tornado) ধারণা (Concept) পৃথিবীতে যতরকমের ঘূর্ণবাত রয়েছে তার মধ্যে সব চাইতে ভয়ংকর দুর্যোগ হল টর্নেডো (tornado)। স্প্যানিশ শব্দ টর্নেডোর অর্থ বজ্রবিদ্যুতসহ প্রবল ঘূর্ণি। টর্নেডো অত্যন্ত স্বল্প পরিসর স্থানে হয় এবং ব্যাস সাধারণত 100 থেকে 700 মিটারের মধ্যে থাকে। যার মধ্যে বৃত্তাকারে প্রচণ্ড বেগে অর্থাৎ ঘণ্টায় 100 থেকে 500 কিমি বেগে বায়ু ঘুরতে থাকে। কেন্দ্রে বায়ুর চাপ খুবই কম থাকে। ঘূর্ণবাতের ঠিক বাইরের বায়ুর চাপ থেকে কেন্দ্রের বায়ুর চাপ 100 মিলিবারের মতো কমে যায়। কেন্দ্রের বায়ু প্রবল গতিতে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে ভূমি থেকে 40 কিমি পর্যন্ত ওপরে উঠে যায়। ঘূর্ণায়মান এই বাতাসে ধুলো, বালি ও অন্যান্য নানা জিনিস যুক্ত হওয়ায় স্তম্ভের আকার দেখায়। এই স্তম্ভ অনেকটা হাতির শুঁড়ের মতো ওপরের দিকটা মোটা এবং নীচের দিকটা সরু হয়ে মাটিতে নেমে আসে। একে অনেকে ফানেলের (funnel) সঙ্গে তুলনা করেন। ফানেলের ওপরের অংশটি ঘন কালো কিউমুলো-নিম্বাস (cumulo-nimbus) মেঘ দ্বারা আবৃত থাকে। হাতির শুঁড় বা ফানেলের নীচের অংশটি মাটি স্পর্শ করলেই ধ্বংসলীলা শুরু হয়। টর্নেডোগুলি সাধারণত দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্বদিক…

একটি মন্তব্য পোস্ট করুন