নাতিশীতোয় তৃণভূমি বায়োম(Temperate Grassland Biome)
নাতিশীতোয় তৃণভূমি বায়োম(Temperate Grassland Biome) অবস্থান (Location): পৃথিবীর উভয় গোলার্ধে 30°-50° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে নাতিশীতোয় তৃণভূমি বায়োমগুলি অবস্থান করছে। সমগ্র পৃথিবীতে এরূপ পাঁচটি প্রধান নাতিশীতোয় তৃণভূমি হল-(1) প্রেইরি তৃণভূমি-উত্তর আমেরিকা মহাদেশের মধ্য ও পশ্চিম অংশে অবস্থিত। (ii) স্তেপ তৃণভূমি-উত্তর ইউরেশিয়ার নাতিশীতোর বলয়ে অবস্থিত। (m) পম্পাস তৃণভূমি-দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে দেশে অবস্থান করছে, (iv) ভেল্ড তৃণভূ মি-দক্ষিণ আফ্রিকার মালভূমির পূর্ব অংশে অবস্থিত। জলবায়ু (Climate): উদ্বু নাতিশীতোয় জলবায়ু অঞ্চলেই নাতিশীতোয় তৃণভূমির বায়োমগুলির উদ্ভব হয়েছে। এই শুদ্ধতার মহাদেশীয় জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য হল বিভিন্ন ঋতুতে তাপমাত্রার যথেষ্ট তারতম্য এবং স্বল্প পরিমাণে ঋতুভিত্তিক বৃষ্টিপাত। মেরু সীমানায় গড় তাপমাত্রা 15°C হলেও উপক্রান্তীয় সীমানায় প্রায় 27°C হয়। নাতিশীতোয় তৃণভূমিতে বসন্তের শেষ ও গ্রীয়ের শুরুতে বৃষ্টিপাত হয়ে থাকে, এখানে বছরে গড়ে 40 সেমি-50 সেমি বৃষ্টিপাত হয়। তৃণভূমির কিছু কিছু অংশে শীতকালে তুষারপাত হয়। উদ্ভিদজগৎ (Plants) 1. প্রেইরি তৃণভূমি (Prairi…