নাতিশীতোয় ঘূর্ণবাত( Temperate Cyclone)

Alborigato
নাতিশীতোয় ঘূর্ণবাত( Temperate Cyclone)
নাতিশীতোয় ঘূর্ণবাত( Temperate Cyclone) ধারণা (Concept)  উভয় গোলার্ধে 30°-65° সমাক্ষরেখার মধ্যে যে সমস্ত তুলনামূলকভাবে দুর্বল ঘূর্ণবাতের সৃষ্টি হয়, তা নাতিশীতোয় মন্ডলের ঘূর্ণবাত নামে পরিচিত। এই অঞ্চলটি ক্রান্তীয় অঞ্চলের বাইরে বলে এদেরকে অতিক্রান্তীয় ঘূর্ণবাত (extra tropi-cal cyclone) বলে। প্রকৃতপক্ষে উত্তরপূর্ব দিক থেকে শীতল সুমেরু বায়ু এবং উপক্রান্তীয় অঞ্চল থেকে উদ্বু পশ্চিমা বায়ু এই অংশে মিলিত হয়ে এই ঘূর্ণবাতের জন্ম দেয়। অর্থাৎ দুই অসম উদ্বুতা ও ঘনত্বসম্পন্ন বায়ুপ্রবাহ পরস্পর কাছাকাছি এসে এক আলোড়নের সৃষ্টি করে এবং একে অপরের সঙ্গে না মিশে যুযুধান সৈন্যের মতো আচরণ করে। সেইজন্য দুয়ের মাঝে এক বিচ্ছেদ রেখা (line of discontinuity) সৃষ্টি হয় যাকে নরওয়ের আবহবিদ জ্যাকব ব্যর্কনেস (Jakob Bjerknes, 1918) যুদ্ধ সীমান্ত বা front আখ্যা দিয়েছেন। বৈশিষ্ট্য (Characteristics) ক্রান্তীয় ঘূর্ণবাতের মতো এই ঘূর্ণবাতের কতকগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য লক্ষ করা যায়। 1. সমুদ্রের ঢেউ-এর মতো এই ঘূর্ণবাতের ঘূর্ণিও একটার পর একটা সৃষ্টি হয় এবং অবশেষে মিলিয়ে যায় বা বিনাশ হয়। সেই কারণে এই ঘূর্ণিবাতকে তরঙ্গ ঘূর্ণবাত (wave c…

একটি মন্তব্য পোস্ট করুন