নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি(Origin of Temperate Cyclone)
নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি(Origin of Temperate Cyclone) 1863 সালে বিজ্ঞানী Robert Fitzroy প্রথম নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি সম্বন্ধে গবেষণা করেন। 1887 সালে বিজ্ঞানী Ralph Abercromby এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করেন। তিনি প্রথম বলছিলেন, দুটি বিপরীতধর্মী বায়ুর সংঘর্ষে নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি হয়। পরে বিজ্ঞানী Napier Shaw (1926) এবং Lempert আরও গবেষণা করেন এবং বিপরীতধর্মী বায়ুপুঞ্জের সংঘর্ষ তত্ত্বকে জোরালো সমর্থন করেন। পরে প্রথম বিশ্বযুদ্ধের পরে নরওয়ের একদল বিজ্ঞানী (V. Bjerknes, J. Bjerknes ও অন্যান্য বিজ্ঞানী) এ বিষয়ে এক স্পষ্ট ধারণা উপস্থাপন করেন যা মেরু সীমান্ত তত্ত্ব (polar front theory) বা তরঙ্গ তত্ত্ব (wave theory) নামে জনপ্রিয়। মেরু সীমান্ত তত্ত্ব (Polar Front Theory) এই তত্ত্ব অনুসারে দুই বিপরীত বায়ু অর্থাৎ উদ্বু ও শীতল বায়ুপুঞ্জ এই অঞ্চলে একটি তল (separation) বরাবর মিলিত হয়। এই তল যেখানে ভূপৃষ্ঠের সঙ্গে মিলিত হয় তার নাম সীমান্ত বা front। ঠিক যেন সীমান্তের দুদিকে দুই যুযুধান সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে। এই সীমান্তের উৎপত্তি (frontogenesis), চলন (movement) এবং বিলোপন (frontolysis…