নাতিশীতোয় ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায়(Different Stages of Temperate Cyclone)
Alborigato
নাতিশীতোয় ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায়(Different Stages of Temperate Cyclone)
নাতিশীতোয় ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায়(Different Stages of Temperate Cyclone) বিষুবরেখার উয় দিকে 30 deg - 65 deg অক্ষরেখার মধ্যবর্তী স্থানে মধ্য অক্ষাংশীয় বা নাতিশীতোয় ঘূর্ণবাত উৎপত্তি লাভকরে। নাতিশীতোয় ঘূর্ণবাতের সৃষ্টি ও বিকাশ আলোচনার ক্ষেত্রে নরওয়েজীয় আবহবিদ ভি. বার্কনেস (V. Bjerknes), জে. ব্যর্কনেস (J. Bjerknes) ও গোলবার্গ (Golberg)-এর মেরু সীমান্ততত্ত্ব (polar front theory) উল্লেখযোগ্য। মেরুসীমান্ত তত্ত্বের মূলকথা হল মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে আগত শীতল মেরু বায়ু ও ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত উদ্বু আর্দ্র পশ্চিমা বায়ু একটি সীমান্ত বরাবর পরস্পরের মুখোমুখি হলে পর্যায়ক্রমে তরঙ্গ ঘূর্ণবাত বা নাতিশীতোয় ঘূর্ণবাত গঠিত হয়। নাতিশীতোয় ঘূর্ণবাতগুলি পশ্চিমা বায়ুর পথ ধরে পশ্চিম থেকে পূর্বে ক্রমশ উচ্চ অক্ষাংশের দিকে অগ্রসর হয় এবং অগ্রসর হওয়াকালীন বিভিন্ন পর্যায়ের সৃষ্টি হয়। মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবার্ত সৃষ্টির এই পর্যায়গুলি হল নিম্নরূপ- 1. প্রথম পর্যায় (First Stage): এটি ঘূর্ণবাতের প্রাথমিক পর্যায়। এই অবস্থায় মেরুর দিকের শীতল বায়ুপুঞ্জ এবং নিরক্ষরেখার দিকে উন্ন বায়ুপুঞ্জ পরস্পরের বিপরীতে সমান্তরাল…