প্রতীপ ঘূর্ণবাতের শ্রেণিবিভাগ(Classification of Anticyclone)

Alborigato
প্রতীপ ঘূর্ণবাতের শ্রেণিবিভাগ(Classification of Anticyclone)
প্রতীপ ঘূর্ণবাতের শ্রেণিবিভাগ(Classification of Anticyclone) উয়তার বিচারে প্রতীপ ঘূর্ণবাত সাধারণত দুপ্রকারের। (1) শীতল প্রতীপ ঘূর্ণবাত (Cold anticyclone) এবং (2) উদ্বু প্রতীপ ঘূর্ণবাত (Warm anticyclone) শীতল প্রতীপ ঘূর্ণবাত (Cold anticyclone): উত্তর মেরু বা অ্যান্টার্কটিকা মহাদেশে বরফাবৃত ভূপৃষ্ঠের উপরিভাগে অতিরিক্ত শীতলতার জন্য উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। কিন্তু এর উপরিভাগের বায়ু অপেক্ষাকৃত উয় থাকে। ফলে উচ্চচাপ কেন্দ্র থেকে অত্যন্ত শীতল বায়ু চারিদিকে প্রবাহিত হয়। এভাবে সৃষ্ট ঘূর্ণবাতকে শীতল প্রতীপ ঘূর্ণবাত বলে (Cold anticyclone)। উদ্বু প্রতীপ ঘূর্ণবাত (Warm anticyclone): নাতিশীতোয় মণ্ডলে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের কাছে উদ্বু প্রতীপ ঘূর্ণবাত(Warm anticyclone) গড়ে ওঠে। এক্ষেত্রে ভুপৃষ্ঠের কাছাকাছি উদ্বু বায়ুর স্তরের অবস্থান থাকে এবং ঠিক ওপরে থাকে শীতল বায়ুস্তর যা উচ্চচাপের জন্ম দেয়। এই উচ্চচাপ স্তর থেকে বায়ু নীচের দিকে নেমে আসে, ফলে নিম্নচাপে বায়ুর চাপ বৃদ্ধি পায় এবং উচু ঘূর্ণবাতের জন্ম দেয়। উৎপত্তির কারণ হিসাবে আবার প্রতীপ ঘূর্ণবাত তিনপ্রকার, যথা- (i) যান্ত্রিক (mechanical), (ii) বি…

একটি মন্তব্য পোস্ট করুন