প্রতীপ ঘূর্ণবাত(Anticyclone)

Alborigato
প্রতীপ ঘূর্ণবাত(Anticyclone) ধারণা (Concept) ঘূর্ণবাতের বিপরীত অবস্থাযুক্ত বায়বীয় গোলযোগ প্রতীপ ঘূর্ণিবাত নামে পরিচিত। প্রতীপ ঘূর্ণবাত বা anticyclone শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ফ্রানসিস গ্যালটন (Francis Galton) 1861 সালে। নাতিশীতোয় ও হিমমন্ডলের অন্তর্গত স্বল্প পরিসর স্থান হঠাৎ শীতল হয়ে পড়লে উচ্চচাপ কেন্দ্রের (high pressure) সৃষ্টি হয়। কিন্তু চারপাশে তখন তাপ ও বায়ুর চাপ উভয়েই কম থাকে। ফলে উচ্চচাপের শীত বায়ু প্রবল বেগে বাইরের নিম্নচাপের দিকে কুণ্ডলাকারে বয়ে যায় এবং প্রতীপ ঘূর্ণবাতের জন্ম দেয়। প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য (Characteristics of Anticyclone) 1. প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ এবং বাইরের দিকে ক্রমশ নিম্নচাপ। এই চাপের পার্থক্য প্রায় 10-12 মিলিবার পর্যন্ত হয়। 2. প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু ওপরের দিক থেকে নীচের দিকে পাক খেয়ে নামতে থাকে এবং উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে বা ঘড়ির কাঁটার দিকে (clockwise) এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে বা ঘড়ির কাঁটার বিপরীতে (anticlockwise) প্রবাহিত হয়। 3. প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে সমচাপরেখাগুলি তুলনামূলকভাবে দূরে দূরে বিন্যস্ত থাকে। ফল…

একটি মন্তব্য পোস্ট করুন