শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক কী? শিখনের স্বরূপ বা প্রকৃতি বিস্তারিতভাবে আলোচনা করো। 2+6

Alborigato
শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক কী? শিখনের স্বরূপ বা প্রকৃতি বিস্তারিতভাবে আলোচনা করো।  2+6 উত্তর:  শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক শিক্ষার ক্ষেত্রে শিখনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিখন ছাড়া শিক্ষার আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। শিখন সারাজীবন ধরে চলে। শিশু শিখন প্রক্রিয়ার মধ্য এদ্ধ এ দিয়ে পরিবেশের সঙ্গে অভিযোজন করতে শেখে। শিখন হল একটি সংগতিবিধান প্রক্রিয়া, যা বাতিকে অভিজ্ঞতা সন্বয় করতে শেখায়। শিক্ষার অন্যতম উদ্দেশ্য শিশুকে সুনাগরিক করে তোলা। আর এই উদ্দেশ্য পূরণের অন্যতম হাতিয়ার হল শিখন। শিখদের স্বরূপ শিখন বিষয়টি ভালোভাবে বুঝতে হলে তার স্বরূপ বা প্রকৃতি জানা প্রয়োজন। নীতে শিখনের স্বরূপ সম্পকে আলোনো করা হল- [1] আচরণের পরিবর্তন: আচরণের পরিবর্তন হল শিখনের অন্যতম বৈশিষ্ট্য। শিখন ঘটলেই আচরণে কিছু না কিছু পরিবর্তন ঘটবে। মনে রাখতে হবে, এই পরিবর্তন সর্বদা ইতিবাচক তা নয়, নেতিবাচক পরিবর্তনও হতে পারে। [2] নতুন অভিজ্ঞতা অর্জন: শিখনের ফলে নতুন অভিজ্ঞতা অর্জিত হয়।শিখন হল নতুন অডিক্ততার মধ্য দিয়ে পুরোনো আচরণ ত্যাগ করে পরিবর্তিত আচরণধারা শেখার প্রক্রিয়া। [3] নতুনত্ব: শিখনের ফলে যে আচরণের পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ য় …

একটি মন্তব্য পোস্ট করুন