বায়ু প্রক্রিয়া(Wind Processes)
বায়ু প্রক্রিয়া(Wind Processes) নদী বা হিমবাহের মতো বায়ু বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যথা-ক্ষয়, অপসারণ ও সঞ্চয়। বায়ুর বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ভূমিভাগে পরিবর্তত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। নিম্নে বায়ুর এই তিনটি কাজ এবং তাদের প্রক্রিয়াগুলি আলোচনা করা হল- ক্ষয়কার্য (Erosion) বায়ুর কাজের মধ্যে অন্যতম হল বায়ুর ক্ষয়কার্য। ভূপৃষ্ঠে বায়ুর গতিবেগ সর্বত্র সমান না হওয়ায় বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ সর্বত্র সমান হয় না। বায়ুর যান্ত্রিক ও রাসায়নিক উভয় পদ্ধতিতে ক্ষয়কার্য করে। বায়ুপ্রবাহের সঙ্গে বালুকণার আঘাতে যখন ভূপৃষ্ঠে অবস্থিত শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং তা পরিবর্তিত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণা বা ধূলিকণাতে পরিণত হয়। আবার অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড এবং জলীয় বাষ্পের দ্বারা শিলা রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হলে পরবর্তী সময়ে তা আরো ক্ষুদ্র কণায় পরিণত হয়। বায়ুর ক্ষয়কার্যকে যে সমস্ত নিয়ন্ত্রক নিয়ন্ত্রিত করে, সেগুলি হল-(a) বায়ুপ্রবাহের গতিবেগ, (b) শিলার গতি ও প্রকৃতি (c) ভূমিভাগের উন্মুক্ততা (d) বৃষ্টিপাতের স্বল্পতা (e) তাপমাত্রার তারতম্য প্রভৃতি। বায়ু বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষ…