আবহবিকার প্রক্রিয়া(Weathering Processes)
আবহবিকার প্রক্রিয়া(Weathering Processes) ধারণা (Concept) ভূমিরূপের পরিবর্তন ঘটাতে ভৌত পদ্ধতিগুলির মধ্যে আবহবিকার অন্যতম। আবহবিকার কথাটি আবহাওয়া থেকে এসেছে। কাজেই আবহবিকার বলতে আমরা বুঝি আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন। অর্থাৎ আবহবিকার হল এমন এক ধরনের রূপান্তর প্রক্রিয়া যার সাহায্যে শিলা, মৃত্তিকা প্রভৃতি ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠের উপরেই পড়ে থাকে। আবহবিকার একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা মাটি সৃষ্টির প্রাক্ প্রক্রিয়া হিসেবে মনে করা হয়। এই প্রক্রিয়ার দ্বারা শিলা ভেঙে ছোটো ছোটো খণ্ডে ও চূর্ণে পরিণত হয়। এই খণ্ড বা চূর্ণগুলি পরবর্তী সময়ে মাটির উৎপত্তিতে প্রধান ভূমিকা গ্রহণ করে। আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের কঠিন শিলা নমনীয় ও বিয়োজিত হয়ে চূর্ণ-বিচূর্ণ হলেও, বিয়োজিত বস্তুর কোনো স্থান পরিবর্তন হয় না। তাই এটি একটি স্থিতিশীল প্রক্রিয়া। সেই সঙ্গে এটি একটি জটিল প্রক্রিয়া। সংজ্ঞা (Definition) চোলে (Richard J. Chorley)-এর মতে "আবহবিকার শিলা ও খনিজের আবহাওয়ার উপাদানের সংস্পর্শতলের অবক্ষয় ও অসংবন্ধ" হওয়াকে নির্দেশ করে। মঙ্কহাউস (Francis J. Monkhouse-এর মতে আবহবিকার হল শিলার স্থিতিশীল অবস্…