জলপ্রপাত(Waterfalls)
জলপ্রপাত(Waterfalls) নদীর ক্ষয়কার্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভূগাঠনিক তারতম্যের জন্য জলপ্রপাত সৃষ্টি হয়। নীচে জলপ্রপাত সৃষ্টির কারণগুলি আলোচনা করা হল- 1. নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তরের অবস্থান (Arrangements of Hard and Soft Rocks in River Course): পার্বত্য প্রবাহে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে পাশাপাশি অবস্থান করলে নদীর জলস্রোতের আঘাতে কোমল শিলা কঠিন শিলায় তুলনায় তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়। ফলে নদীর গতিপথে খাড়া ঢালের সৃষ্টি হলে সেখানে জলপ্রপাত গঠিত হয়। আবার অনেকক্ষেত্রে কঠিন ও কোমল শিলা সমান্তরালভাবে উপর নীচে অবস্থান করলে কঠিন শিলার নীচে থাকা কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং সেখানে জলপ্রপাত প্রায় খাড়াভাবে গড়ে উঠতে পারে। এক্ষেত্রে কঠিন শিলা কোমল শিলার উপর প্রায় ঝুলন্ত অবস্থায় থাকে এবং পরবর্তীকালে তা ভেঙে যায়। ফলে জলপ্রপাত পিছনের দিকে ক্রমশ সরে যেতে থাকে। একে জলপ্রপাতের পশ্চাদপসরণ বলে। উত্তর আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে। 2. মালভূমির খাড়া প্রাপ্তভাগ (Steep Edge of Plateau): যে স্থানে মালভূমি খাড়াভাবে সমভূমিতে এসে মিশেছে সেখানে জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায়। যেমন…