বায়ুমণ্ডলের উপাদানসমূহের তারতম্য(Variation of Atmospheric Composition)
বায়ুমণ্ডলের উপাদানসমূহের তারতম্য(Variation of Atmospheric Composition) অক্ষাংশ ও ঋতু অনুযায়ী পরিবর্তন (Variation according to Latitude and Season) অক্ষাংশ (latitude) ও ঋতু (season) অনুযায়ী বায়ুমণ্ডলের উপাদানগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন লক্ষ করা যায় কার্বন ডাই-অক্সাইড (C*O_{2}) জলীয় বাষ্প (H_{2}*O) এবং ওজোন গ্যাসের (O_{3}) বণ্টনে। উত্তর গোলার্ধে 30 ^ 0 অক্ষাংশের ঊর্ধ্বে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ঋতুকালীন চরম বৈষম্য লক্ষ করা যায়। এপ্রিল (April) থেকে সেপ্টেম্বর (September) উত্তর গোলার্ধে উদ্ভিদের পাতা ফুল-কুঁড়ির সংখ্যার আধিক্য দেখা যায় ফলে সালোকসংশ্লেষের পরিমাণ বাড়ে এবং বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমে। ঐ অঞ্চলে (উত্তর গোলার্ধের 30° ঊর্ধ্ব অংশ) গ্রীষ্মকালে বায়ুমন্ডলে প্রায় গড়ে ও শতাংশ O ^ 2 কমে। আবার শীতকালে এই মাত্র বাড়ে। তথ্য বলে 500 উত্তর অক্ষাংশে এই মাত্রা গ্রীষ্মকালের 310 ppm থেকে বেড়ে শীতকালে 318 ppm-এ দাঁড়ায়। তাছাড়া ঐ অঞ্চল কিংবা আরও উচ্চ অক্ষাংশে শীতল সমুদ্র স্রোত (cold ocean current) বায়ুমণ্ডলের C*O_{2} - কে শোষণ করে মাত্রা আরও কমিয়ে দেয়। দক্ষিণ গোলার্ধের উচ্চ …