UTM (Universal Transverse Mercator) গ্রিড বলতে কী বোঝ?
UTM (Universal Transverse Mercator) গ্রিড বলতে কী বোঝ? উত্তর: মার্কিন সেনাবাহিনী ব্যবহৃত সারা পৃথিবীর জন্য যে প্রমাণ গ্রিড, তাকে UTM Grid বলে। 84° উত্তর অক্ষাংশ থেকে ৪০° দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অংশের মানচিত্র আড়াআড়ি বা অনুপ্রস্থ মার্কেটর অভিক্ষেপ পদ্ধতিতে আঁকা হয়। 6° দ্রাঘিমার ব্যবধানে সারা পৃথিবীকে 60 টি গ্রিড-এ ভাগ করা হয় এবং প্রতিটি গ্রিড দুদিকে তার পার্শ্ববর্তী গ্রিডের উপর হাফ ডিগ্রি করে আচ্ছাদন (covering) করে থাকে। প্রতিটি গ্রিড অঞ্চল 1 থেকে 60 পর্যন্ত সংখ্যা দিয়ে ক্রমান্বয়ে চিহ্নিত করা হয়। প্রথম গ্রিডটি শুরু হয় 180° পশ্চিম দ্রাঘিমায় এবং তারপর পূর্বদিকে গ্রিড অঞ্চলের ক্রমিক সংখ্যা বাড়তে থাকে। অক্ষাংশ ৪০ অন্তর অন্তর গ্রিড অঞ্চল ধরা হয়। তার প্রথমটি 'C' ধরা হয় ৪০° দক্ষিণ থেকে 72° দক্ষিণ। তারপর ক্রমান্বয়ে D, E,... ইত্যাদি গ্রিড অঞ্চলের মধ্য দয়ে পৌঁছনো হয় X-এ (72° উত্তর থেকে 84° উত্তর)। সুতরাং প্রতিটি গ্রিড চিহ্নিত হয় একটি ইংরেজি অক্ষর ও একটি সংখ্যা দিয়ে, যেমন- 4Q (অর্থাৎ 162°-156° পশ্চিম এবং 16°-24° উত্তর)। প্রতিটি গ্রিড (আয়তক্ষেত্রাকৃতি) অঞ্চলকে 10,000 বর্গকিমি (অর্থাৎ যে …