নদীর বহন কার্য ও বহন কার্যের প্রক্রিয়া (Transpotational Work of River and Processes)
Alborigato
নদীর বহন কার্য ও বহন কার্যের প্রক্রিয়া (Transpotational Work of River and Processes)
নদীর বহন কার্য ও বহন কার্যের প্রক্রিয়া (Transpotational Work of River and Processes) নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয়জাত পদার্থ যথা নুড়ি, বালি, পলি, কাদা এবং বিভিন্ন ধরনের শিলাখন্ড নদীর জলের দ্বারা পরিবাহিত হয়ে এক স্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয়। নদীর বহন করার ক্ষমতা নির্ভর করে মূলত তিনটি বিষয়ের ওপর। যথা-নদীখাতের ঢাল, নদীর গতিবেগ, জলের পরিমাণ এবং পরিবাহিত বস্তুর প্রকৃতি, আকার ও পরিমাণ। কোনো নদীর একটি নির্দিষ্ট গতিবেগে একটি নির্দিষ্ট পরিমাণ পদার্থের বহন করার ক্ষমতা থাকে। কিন্তু কোনো কারণে যদি ওই নদীতে ঢাল এবং জলের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে তার গতিবেগ বৃদ্ধি পেয়ে যায়। যদি কোনো কারণে নদীর গতিবেগ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, তাহলে সেই নদীতে বহন করার ক্ষমতা 64 গুণ (25) বৃদ্ধি পায় অর্থাৎ নদীর বহন করার ক্ষমতা তার গতিবেগের ষষ্ঠ ঘাতে (6th power) বৃদ্ধি পেয়ে থাকে। একে ষষ্ঠ ঘাতের সূত্র বা 6th Power Law বলে। কিন্তু এটা মনে রাখা দরকার যে নদীর গতিবেগ বৃদ্ধি না পেয়ে যদি জলের পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে কিন্তু নদীর বহন ক্ষমতা শুধু দ্বিগুণই বৃদ্ধি পাবে, 64 গুণ নয়।নদীর বহন কাজের প্রক্রিয়াগুলিকে মূলত চারটি ভাগে ভা…