ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ (Subterranean Karst Landforms)
Alborigato
ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ (Subterranean Karst Landforms)
ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ (Subterranean Karst Landforms) 1. ভূগর্ভস্থ গৃহা (Cave): চুনাপাথর অন্যলে গৃহা এক বিশেষ ভূমিরূপ। ভূগর্ভে ভৌম জলস্তরের কাছাকাছি কিংবা সামান্য নীচে জলের সঙ্গে কার্বনিক অ্যাসিডের দ্রবণ ক্রিয়ায় শিলাস্তরে যে গর্ত বা শূন্যস্থানের উৎপত্তি হয় তাকে গুহা বলে। অর্থাৎ জলের অনুপ্রবেশের এবং প্রবাহের ফলে শিলার দারণ ও ফাটল বরাবর অংশকে দ্রুত দ্রবীভূত এবং স্থানচ্যুত করে। এই প্রক্রিয়ায় জলপ্রবাহ পথে গুহার সৃষ্টি হয়। ভারতের দেরাদুন ও পাঁচসারিতে এই ধরনের গুহা দেখা যায়। সাধারণত চুনাপাথর ডলোমাইট, ক্যালসাইট প্রভৃতি শিলায় দ্রবীভবনের ফলে বিভিন্ন আয়তনের গুহা সৃষ্টি হয়, এগুলি 10-100 মিটার ব্যাসার্ধ যুক্ত হয়। 2. ভূগহ্বর (Cavern): চুনাপাথরে গঠিত অঞ্চলে জলের দ্রবণ প্রক্রিয়ায় প্রভাবে ভূগর্ভে সৃষ্ট ভৌমজল চলাচলের পথগুলিকে ভূগর্ভস্থ গৃহা বলে। এই দ্রবণ কার্যের ফলে শিলাস্তর ধসে গিয়ে গর্তের সৃষ্টি করে। এই গুহা আকারে অনেক বড়ো হলে তাকে ভূগহ্বর বলে। ফ্রান্সের গুফে বারজার (Goufre Berger) বিশ্বের গভীরতম গুহা। 3. স্ট্যালাকটাইট (Stalactite): চুনাপাথর যুক্ত অঞ্চলের গুহায় কার্বনিক অ্যাসিড জলে মিশে চুনাপাথর …