বন্ধুরতা সূচক (ruggedness index)
বন্ধুরতা সূচক (ruggedness index) বন্ধুরতার সংজ্ঞা(definition of reggedness) নদী অববাহিকার উচ্চতম ও নিম্নতম বিন্দুর বিয়োগফলকে বন্ধুরতা বলে। বন্ধুরতার সূচক-এর সংজ্ঞা(definition of ruggedness index) কোনো অঞ্চলের জলনির্গম প্রণালী ঐ অঞ্চলের ভূমিরূপকে কতটা কর্তিত ও ব্যবচ্ছিন্ন করতে পারে, তা নির্ণয়ের জন্য সূচক ব্যবহার করা হয়, তাকে বন্ধুরতার সূচক বলে। নদী অববাহিকার বন্ধুরতার অন্যতম পরিমাপ হল 'বন্ধুরতা সূচক'। 1945 সালে বিজ্ঞানী হর্টন নিম্নলিখিত সূত্রের সাহায্যে প্রকাশ করেন- Reggedness Index (RI) relative relief x drainage density K এখানে, K=constant Value (1000 বা 5280) ① যখন relative relief মিটারে এবং drainage density কিমি/বর্গকিমি গ্রিডে প্রকাশ করা হয় তখন K = 1000। ② যখন relative relief ফুটে এবং drainage density মাইল/বর্গমাইল গ্রিডে প্রকাশ করা হয় তখন K=5280। বন্ধুরতা সূচকের গুরুত্ব(importance of ruggedness index) নদী অববাহিকতার বন্ধুরতা (Relative Relief) এবং জল নির্গম প্রণালীর ঘনত্ব (Drainage Density) সামগ্রিকভাবে বন্ধুরতার সূচক (Ruggedness Index) বা মাত্রা নির্ণয়ে সহায়তা করে। যথা- ① যদি বন্ধুরতা …