ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা(Role of Man on Changing Landforms)
Alborigato
ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা(Role of Man on Changing Landforms)
ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা(Role of Man on Changing Landforms) ভূমিরূপ একটি গতিশীল বিষয়। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভূমিরূপের পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিবর্তনে প্রধান ভূমিকা বিভিন্ন প্রাকৃতিক শক্তির থাকলেও মানুষের ভূমিকা অস্বীকার করা যায় না। মানুষ বিভিন্ন ক্রিয়াকলাপে ভূপ্রাকৃতিক পদ্ধতিকে যেমন ত্বরান্বিত করতে পারে তেমনি ভূমির আকার-আকৃতিতেও প্রভাব বিস্তার করতে পারে। যাইহোক, মানুষের প্রধান কয়েকটি প্রভাব আলোচিত হল 1. ভূমিরূপের সঠিক অধ্যায়ন করলে তার উৎপত্তি এবং তার মধ্যে খনিজের অবস্থান জানা যায়। খনিজের অবস্থা চিহ্নিত করতে পারলে মাইনিং (mining)। ক্রিয়াকলাপ বৃদ্ধি পাবে। তাতে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন হয়। 2. কাস্ট ভূমিরূপ অঞ্চলে রাস্তা তৈরি করলে যে কোনো সময় বিপদ হতে পারে। কিংবা ঘন ঘন ব্রীজ বানাতে হতে পারে। তাতে ভূমির ব্যাপক পরিবর্তন হবে। 3. নদীবাঁধ ও জলাধার তৈরিতে ভূমিরূপ অনেকখানি পরিবর্তিত। হয়। নদী উপত্যকার সংকীর্ণ অংশে যেখানে তলদেশের শিলা কঠিন সেখানে বাঁধ নির্মাণ সহজযোগ্য। 4. ধসপ্রবণ অঞ্চলে রাস্তাঘাট প্রায়শই ক্ষতির সম্মুখীন হয়। এসব অঞ্চলে খাড়াই ঢাল বরাবর সমস্তরকম নির্মাণকার্য বন্ধ করা জরুরি।…