সড়ক ঘনত্ব (Road Density)

Alborigato
সড়ক ঘনত্ব (Road Density) ধারণা (concept) সড়ক পথ হল পরিবহনের মাধ্যমগুলির অন্যতম। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন ধরনের সড়কপথ লাল রং ও বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো থাকে। সড়ক ঘনত্ব বা রাস্তার ঘনত্ব (road density) বলতে কোনো বিশেষ অঞ্চলের উপর দিয়ে বিভিন্ন প্রকার সড়কপথ যেমন- পাকা সড়কপথ (জাতীয় সড়ক নম্বরসহ, রাজ্য সড়ক ইত্যাদি), কাঁচা সড়কপথ, পায়ে চলা পথ, ভারবাহী পশু চলার পথ প্রভৃতির মোট দৈর্ঘ্যের পরিমাপকে বোঝায়। প্রতি বর্গ একককে এই রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে তার অনুপাতই হল রাস্তার ঘনত্ব বা সড়ক ঘনত্ব। সড়ক ঘনত্ব (road density) নির্ণয় করার সূত্র হল- Road Density= total length of road area of the region সড়ক ঘনত্বের সংজ্ঞা(definition of road density) কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে বিভিন্ন প্রকার রাস্তার মোট দৈর্ঘ্যের পরিমাণকে ওই অঞ্চলের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে প্রাপ্ত মানকে সড়ক ঘনত্ব বলে। অর্থাৎ প্রতি বর্গ একককে এই রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে তার অনুপাতই হল সড়ক ঘনত্ব বা রাস্তার ঘনত্ব (road density) বলে। সড়ক ঘনত্বের গুরুত্ব(importance of road density) কোনো অঞ্চলের সড়ক পথের ঘনত্ব বেশি হলে উক্ত অঞ্চলটি …

একটি মন্তব্য পোস্ট করুন