নদীর প্রক্রিয়া ( River processes )

Alborigato
নদীর প্রক্রিয়া ( River processes )
নদীর প্রক্রিয়া ( River processes ) নদীর ক্ষয়কার্য ও ক্ষয় কার্যের প্রক্রিয়া(River Erosion and Erosional Process): উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত নদীর উপত্যকা অববাহিকা বিভিন্ন নিয়ন্ত্রকের দ্বারা প্রকৃতি, জলের পরিমাণ জলের গতিবেগ, প্রাকৃতিক বাধা) নিয়ন্ত্রিত হয় এবং নদী ক্ষয়, বহন এবং সঞ্চয় সাধন করে। নীচে ক্ষয়কাজের প্রক্রিয়াগুলি আলোচনা করা হল- 1. জলপ্রবাহ ক্ষয় (Hydraulic Action): নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলির মধ্যে এটি একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া। পার্বত্য অঞ্চলে জলস্রোতের প্রবল আঘাতে নদী খাত ও নদী পাড়ে অপেক্ষাকৃত কোমল শিলা খুলে বেরিয়ে আসে, একে জলপ্রবাহ ক্ষয় বলে। জলপ্রবাহের ক্রিয়ায় নদীখাতের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে শিথিল ও উৎপাদিত হয় এবং ভেঙে যাওয়া অংশ উৎপাটিত হতে থাকে। এই ধরনের ক্ষয়ের ফলে ক্ষয়জাত পদার্থগুলি নদীর স্রোতের সঙ্গেঙ্গ বহুদূরে অপসারিত হয়। 2. অবঘর্ষ (Abration / Corration): নদীবাহিত নুড়ি, প্রস্তরখণ্ড প্রভৃতি নদীর তলদেশ ও পার্শ্বদেশে আঘাত করে উপত্যকাকে ক্ষয় করে গভীরতা বাড়ায়, একে অবঘর্ষ বলে। নদী খাতের সঙ্গেঙ্গ নদীবাহিত প্রস্তরখণ্ডের সংঘর্ষের ফলে নদীর ক্ষয়সাধন করে। নদীবাহিত প্রস্তর খণ…

একটি মন্তব্য পোস্ট করুন