নদীর পুনর্যৌবন(Rejuvenation of the River)

Alborigato
নদীর পুনর্যৌবন(Rejuvenation of the River) প্রাকৃতিক কারণে সমুদ্রতলের উচ্চতার প্রবির্তন ঘটলে ক্ষয়চক্র বিঘ্নিত হয়। নদীর তখন নিম্নক্ষয়ের ক্ষমতা বাড়তে থাকে। এর ফলে নদী তার যৌবন অবস্থা ফিরে পায় ও আবার ক্ষয়চক্র শুরু করে। একে নদীর ভূমির পুনর্যৌবন লাভ বা Reju-venation বলে। এর ফলে নদীর দৈর্ঘ্য ও পার্শ্বরেখা চিত্র বরাবর বেশ কিছু নতুন ভূমিরূপ গড়ে ওঠে যা আগের ক্ষয়চক্রে দেখা যায় নি। 1. উপত্যকার মধ্যে উপত্যকা (Valley in Valley): নদী উপত্যকার আড়াআড়ি প্রস্থচ্ছেদে উপত্যকার মধ্যে উপত্যকা অন্যতম ভূমিরূপ। পুনর্যৌবন লাভের ফলে নদী দ্রুত ক্ষয় করতে শুরু করে। ফলে অচীরেই নদীর উর্ধ্ব ও নিম্ন প্রবাহের মধ্যে ভূপ্রকৃতির মধ্যে অসঙ্গতি তৈরি হয়। আগের উপত্যকার ঢাল মৃদু থাকে কিন্তু নতুন উপত্যকার ঢাল খাড়াই হয়। ফলে পুরাতন নদী উপত্যকার মধ্যে আবার এক নতুন উপত্যকা তৈরি হয়। একে উপত্যকার মধ্যে উপত্যকা বা দ্বিতল উপত্যকা (two-storyed valley) বলে। উভয় উপত্যকার মধ্যের সংযোগস্থলকে শোল্ডার ভূমি (shoulder land) বলে। 2. নদী মঞ্জু (River Terrace): নদী মণ্য নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত এক আদর্শ ভূমিরূপ। পুনর্যৌবন লাভের ফলে নদীর দ্রুত নিম…

একটি মন্তব্য পোস্ট করুন