রেডিয়েশন পদ্ধতি (radiation method)

Alborigato
রেডিয়েশন পদ্ধতি (radiation method) রেডিয়েশন পদ্ধতি (radiation method) রেডিয়েশন পদ্ধতিতে প্লেন টেবিল জরিপ সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করিতে হবে- ধাপ-1: জরিপ ক্ষেত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো ও বিভিন্ন বস্তু বা স্টেশন চিহ্নিত করো। ট্র্যাভার্সের জন্য স্টেশনগুলিকে A, B, C, D ইত্যাদি নামাঙ্কিত গ্রাউন্ড পিন দিয়ে চিহ্নিত করো। জরিপ ক্ষেত্রে মোটামুটি মাঝখানে একটি পর্যবেক্ষণ স্টেশন (ধরা যাক, P) চিহ্নিত করো যেখান থেকে মাঠের সব স্টেশন বা বস্তুকে সুস্পষ্টভাবে দেখা যায় এবং বস্তু বা স্টেশনের দূরত্ব ফিতা দিয়ে সহজেই পরিমাপ করা যায়। ধাপ-2: তেপায়া (tripod) কে পর্যবেক্ষণ স্টেশনের স্বয়ও ওপর এমনভাবে স্থাপন করো যাতে এর মস্তক স্টেশনের ঠিক উপরে না থেকে সামান্য তফাতে থাকে। ঠিক উপরে থাকলে টেবিলে ওই বিন্দুকে কেন্দ্রস্থ করা যাবে না। তেপায়ার পায়াগুলি যেন সমান দূরে থাকে অর্থাৎ এরা যেন সমবাহু ত্রিভুজ গঠন করে। সমতল জমির ক্ষেত্রে এরূপ অবস্থায় টেবিল স্বাভাবিকভাবে লেভেল হয়ে যাবে। অসমতল ভূমিতে যে-কোনো একটি পায়াকে তির্যকভাবে অথবা radially সরালে লেভেলিং সহজ হয়। তেপায়ার উচ্চতা মোটামুটি কোমরের সমান হবে। ধাপ-3: তো…

একটি মন্তব্য পোস্ট করুন