বায়ুমণ্ডলের প্রধান গ্যাসগুলির ধর্ম (Properties of Major Atmospheric Gases)
Alborigato
বায়ুমণ্ডলের প্রধান গ্যাসগুলির ধর্ম (Properties of Major Atmospheric Gases)
বায়ুমণ্ডলের প্রধান গ্যাসগুলির ধর্ম (Properties of Major Atmospheric Gases) 1. নাইট্রোজেন (N_{2}) : বায়ুমণ্ডলে N_{2} গ্যাসের পরিমাণ সর্বাধিক, শতকরা 78.1 ভাগ। কিন্তু N_{2} নিষ্ক্রিয় গ্যাস হিসাবে বায়ুমণ্ডলে বিরাজ করে। নাইট্রোজেন প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে। বিভিন্ন জৈব যৌগের মধ্যে N_{2} প্রধান উপাদান। কোনো কোনো ব্যাকটেরিয়া বায়ু থেকে N_{2} নিয়ে মৃত্তিকায় নাইট্রোজেন যৌগ গঠন করে। নাইট্রোজেন আগ্নেয়গিরির গ্যাসে, কয়লা থেকে উদ্ভূত গ্যাসে ও বিভিন্ন প্রস্রবণের গ্যাসেও পাওয়া যায়। প্রাণী ও উদ্ভিদের পক্ষে যদিও নাইট্রোজেন অপরিহার্য, তবুও এরা এই গ্যাস বায়ু থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। 2. অক্সিজেন (O_{2}) : বায়ুমণ্ডলের উপাদানগুলির মধ্যে O_{2} এর গুরুত্ব সর্বাধিক। O_{2} বায়ুতে আয়তন হিসাবে শতকরা 20.9 ভাগ এবং ওজোন হিসাবে শতকরা 23 ভাগ থাকে। এটি বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন গ্যাস। O_{2} খুব সক্রিয় গ্যাস, নিজে দাহ্য নয়, কিন্তু দহনের সহায়ক। শুধু শ্বসনকার্যে নয়, সাবমেরিনে, পর্বতশৃঙ্গ আরোহণে O_{2} ব্যবহৃত হয়। O_{2} গ্যাস বিভিন্ন শিলার সঙ্গে মিশে আবহবিকারে সাহায্য করে। অক্সিজেনের সংযোগে লোহায় মর…