সমোন্নতিরেখার নকশা প্রস্তুত (preparation of contour plan)

Alborigato
সমোন্নতিরেখার নকশা প্রস্তুত (preparation of contour plan)
সমোন্নতিরেখার নকশা প্রস্তুত (preparation of contour plan) সংজ্ঞা (definition): মানচিত্রে সমুদ্রপৃষ্ঠে থেকে সম-উয়তায় অবস্থিত স্থান-গুলিকে যে রেখার সাহায্যে যুক্ত করা হয়, সেই রেখাকে সমোন্নতি রেখা (contour line) বলে। এককথায় সমোন্নতি রেখাগুলি সম-উচ্চতা নির্দেশক রেখা। এই রেখাগুলি উচ্চতার সাপেক্ষে একটি অঞ্চলকে অন্য অঞ্চল থেকে পৃথক করে। সমোন্নতি রেখাগুলির মান মিটার বা ফুট-এ প্রকাশ করা হয়। যেমন- 100 মিটার বা 300 ফুট সমোন্নতি রেখা। অঙ্কন পদ্ধতি (methods of drawing): সমমান রেখা অঙ্কন করতে হলে ইন্টারপোলেশন (interpolation) পদ্ধতির সাহায্য নিতে হবে। একটি নির্দিষ্ট সমমান রেখা অঙ্কন করতে হলে যেসব স্থানের মান এই সমমান রেখার থেকে কম এবং যেসব স্থানের মান বেশি তার মধ্যে থেকে সমমান বের করতে হবে এবং পরে ওইসব কল্পিত স্থান নির্দিষ্ট সমমান রেখার দ্বারা যোগ করতে হবে। এই পদ্ধতিকে ইন্টারপোলেশন বা আন্তপ্রক্ষেপণ পদ্ধতি বলে। এই পদ্ধতির মাধ্যমে নিম্নের চিত্রটিতে সমোন্নতি রেখা অঙ্কন প্রণালী দেখানো হল। প্রদত্ত মানচিত্রটিতে ৭০০ মিটার উচ্চতার সমোন্নতি রেখার অঙ্কন করতে হলে রেখাটি কোথা দিয়ে যাবে তা নির্ণয় করতে হবে। মানচিত্রে…

একটি মন্তব্য পোস্ট করুন