ভূ-অভ্যন্তরের ভৌত অবস্থা(Physical Condition of the Earth's Interior)

Alborigato
ভূ-অভ্যন্তরের ভৌত অবস্থা(Physical Condition of the Earth's Interior) চাপ (Pressure) ভূ-অভ্যন্তরে উদ্ভুতা ও ঘনত্বের মতো চাপও একধরনের ভৌত অবস্থা যা সম্পূর্ণভাবে ভূ-অভ্যন্তরে উন্নতার উপর নির্ভরশীল। উন্নতার মতো ভূপৃষ্ঠ থেকে ভূ-অভ্যন্তরে চাপের মাত্রা বৃদ্ধি পায়। ভূ-অভ্যন্তর ভাগের যতই গভীরে যাওয়া যায়, ততই উত্তাপ বৃদ্ধি পেতে থাকে সঙ্গে সঙ্গে চাপ ও ঘনত্বের বৃদ্ধি ঘটে। কিন্তু চাপ ও ঘনত্ব এই দুইয়ের বৃদ্ধির হার এক নয়। আবার এই ঘনত্ব বৃদ্ধির উপর নির্ভর করে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব এবং উয়তা বৃদ্ধির প্রভাব। বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে, কোনো বস্তুর ঘনত্ব যত বৃদ্ধি পাবে, তার চাপের পরিমাণও তত বৃদ্ধি পাবে। ভূ-অভ্যন্তরে কোনো পদার্থের গলনাঙ্ক বৃদ্ধি পায় ভূ-অভ্যন্তরে চাপ বৃদ্ধির ফলে। এই ভূ-অভ্যন্তরে চাপ বৃদ্ধির অন্যতম কারণ হল ভূপৃষ্ঠের ওপর অবস্থানরত বিশাল শিলা রাশির চাপ। এই চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থানরত চাপের তুলনায় 35-37 লক্ষ গুণ বেশি। ভূ-অভ্যন্তরে চাপ ও তাপমাত্রা এক সাম্য অবস্থায় বিরাজ করে। তবে প্রতিটি ক্ষেত্রে লক্ষ করা গেছে যে, ভূ-অভ্যন্তর ভাগে তাপের তুলনায় চাপের প্রভাব সর…

একটি মন্তব্য পোস্ট করুন