ভূ-অভ্যন্তরের ভৌত অবস্থা(Physical Condition of the Earth's Interior)
Alborigato
ভূ-অভ্যন্তরের ভৌত অবস্থা(Physical Condition of the Earth's Interior)
ভূ-অভ্যন্তরের ভৌত অবস্থা(Physical Condition of the Earth's Interior) গ্রিক শব্দ 'Geo' বলতে বোঝায় কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ নিয়ে গড়ে ওঠা পৃথিবী এবং graphy শব্দের অর্থ বর্ণনা। প্রাচীন গ্রিক দার্শনিক এরাটোসথেনিস প্রথম 'Geography' শব্দটি প্রথম ব্যবহার করেন যার অর্থ পৃথিবীর বর্ণনা। আধুনিক যুগের ভৌগোলিক রিচার্ড হার্টশোর্ন (Richard Hartshorne)-এর মতে ভূগোল হল ভূপৃষ্ঠের বৈশিষ্ট্যের সঠিক শৃঙ্খলাবন্ধ এবং যুক্তিপূর্ণ বর্ণনা ও ব্যাখ্যা। কিন্তু ভূ-অভ্যন্তরকে বাদ দিয়ে ভূগোল বিষয় অসম্পূর্ণ থেকে যায়। কারণ ভূ-অভ্যন্তরের বিভিন্ন বিষয় যেমন তার গঠন প্রকৃতি, খনিজের অবস্থান ভূ-অভ্যন্তরীণ শক্তি, সেইসঙ্গেঙ্গ ভূপৃষ্ঠের উপর গড়ে ওঠা বিভিন্ন ভূমিরূপ এবং বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীকে গভীরভাবে প্রভাবিত করে। সুতরাং ভূ-অভ্যন্তর ভাগ সম্বন্ধে জানা খুব জরুরি। পৃথিবীর অভ্যন্তরভাগে সরাসরি পর্যবেক্ষণ কোনো মতে সম্ভব নয়। খনন এবং তেল সংগ্রহকে কেন্দ্র করে এখনও পর্যন্ত মানুষ ভূ-অভ্যন্তরে 7 কিমির বেশি গভীরে পৌঁছাতে পারেনি। অথচ পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় তা খুবই সামান্য। বিভিন্ন উৎস, ভূ-পদার্থবিদ্যা ও ভূ-কম্পনব…