বায়ুমণ্ডলের উৎপত্তি ও বিবর্তন(Origin and Evolution of the Atmosphere)

Alborigato
বায়ুমণ্ডলের উৎপত্তি ও বিবর্তন(Origin and Evolution of the Atmosphere) বর্তমান বায়ুমন্ডলের প্রকৃতি বিগত 500 মিলিয়ন বছর ধরে প্রায় একই রকম আছে। তার আগে বায়ুমণ্ডলের প্রকৃতি ছিল একেবারেই অন্যরকম। সৌরজগৎ প্রায় 500 কোটি বছর আগে শীতল ধূলিকণার এক আবর্তিত প্রকাণ্ড মণ্ডল থেকে সৃষ্টি হয়েছিল। আবর্তের কেন্দ্রে ঘনীভূত এক বিশাল ধূলিপুঞ্জ থেকে সূর্যের সৃষ্টি হয়েছিল। বাকি অংশ ছোটো ছোটো কক্ষপথে বিভিন্ন গ্রহ-উপগ্রহের সৃষ্টি করে। পৃথিবী তাদের মধ্যে অন্যতম অন্যান্য গ্রহের মতো পৃথিবীতেও ভৌম-আকর্ষণে ধূলিকণাগুলো প্রবল বেগে জড়ো হয়ে পারস্পরিক সংঘর্ষে কয়েক হাজার ডিগ্রি তাপে উত্তপ্ত হয়ে পড়ে। এর সঙ্গে সংযোজিত হয়েছিল তেজস্ক্রিয় পদার্থ থেকে উদ্ভূত বিপুল পরিমাণের তাপশক্তি। এরফলে পৃথিবীর মধ্যে এক পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং পৃথিবী বিভিন্ন স্তরে বিভাজিত হয়। এই অবস্থায় ভারী পদার্থসমূহ (লোহা-নিকেল) নীচে ডুবে অন্তঃকেন্দ্রের (inner core) সৃষ্টি করে; তার ওপরে থাকে লৌহ-ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ম্যান্টল (mantle) বা গুরুমণ্ডল এবং তার উপরে ভেসে ওঠে হালকা সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত সিলিকেট স্তর যা ভূত্বক নামে পরিচ…

একটি মন্তব্য পোস্ট করুন