বায়ুমণ্ডলের প্রকৃতি ও বৈশিষ্ট্য(Nature and Characteristics of Atmosphere)

Alborigato
বায়ুমণ্ডলের প্রকৃতি ও বৈশিষ্ট্য(Nature and Characteristics of Atmosphere) পৃথিবীর অন্য দুই মন্ডলের মতো বায়ুমণ্ডল অন্যতম। বায়ুমণ্ডল সমগ্র জীবমণ্ডলের কাছে অতি গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবী পৃষ্ঠের উপরে বহুদূর বিস্তৃত বায়বীয় আবরণ হল বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের প্রকৃতি ও গঠন বৈচিত্র্যপূর্ণ। এই মণ্ডলকে বিভিন্ন আবহবিদ উদ্ভুতা ও উপাদানের তারতম্যের ভিত্তিতে যে ভাগগুলি করেছেন, সেই ভাগগুলির মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট। ও চরিত্র লক্ষ করা যায়। বায়ুমণ্ডলের গঠন বৈচিত্র্য কোনো অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। ভূগোল পাঠের ক্ষেত্রে বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। প্রকৃতি (Nature) আমাদের প্রিয় গ্রহ পৃথিবীকে চারদিক দিয়ে আগলে রেখেছে প্রায় কয়েক হাজার কিমি চওড়া গ্যাসীয় আবরণ। এই বায়ুমণ্ডল বিভিন্ন কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ নিয়ে গঠিত। যা মহাকর্ষের টানে ভূপৃষ্ঠের সঙ্গে আবদ্ধ রয়েছে। পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় বায়ুমণ্ডলের পুরুত্ব খুবই পাতলা। এই পৃথিবীর তিন মণ্ডল তথা শিলামণ্ডল, বারিমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে যেসব পরিবেশ রয়েছে তাদের মধ্যে আন্তঃসম্পর্ক লক্ষ করা যায়। সেই সঙ্গে একে অন্যের উপর নির্ভরশীল। আবার তাদে…

একটি মন্তব্য পোস্ট করুন