ভূতাত্ত্বিক মানচিত্রের প্রস্থচ্ছেদ ব্যাখ্যা পদ্ধতি(method of interpretation of cross section on a geological map)
ভূতাত্ত্বিক মানচিত্রের প্রস্থচ্ছেদ ব্যাখ্যা পদ্ধতি(method of interpretation of cross section on a geological map) প্রশ্নচ্ছেদ অঙ্কনের পর তা নিম্নলিখিত পদ্ধতি অনুসরণে সমীক্ষা করতে হবে। ভূমিকা (introduction): প্রদত্ত ভূতাত্ত্বিক মানচিত্রের নম্বর, স্কেল উল্লেখ করতে হয় এবং প্রস্থচ্ছেদ লাইনটির (section line) দৈর্ঘ্য, দিক উল্লেখ করতে হয়। এছাড়া প্রদত্ত অঞ্চলটির ক্ষেত্রফল উল্লেখ করতে পারলে ভালো হয়। ভূপ্রকৃতি (topography): প্রদত্ত ভূতাত্ত্বিক মানচিত্রটি সর্বাধিক উচ্চতা লক্ষ্য করে কোন প্রাকৃতিক বিভাগ তা উল্লেখ করা প্রয়োজন এবং অঞ্চলটিতে কী কী নদী প্রবাহিত হয়েছে এবং প্রদত্ত ভূমিরূপগুলির নাম উল্লেখ একান্ত প্রয়োজন। সাধারণ ভূতত্ত্ব (general geology): প্রদত্ত ভূতাত্ত্বিক মানচিত্রটিতে বর্তমানে কয়টি যুগের শিলার গঠন আছে তা উল্লেখ করে এবং যুগের উপর থেকে নীচের দিকে সঞ্চিত শিলার নাম উল্লেখ করতে হবে। গঠন (structure): উর্ধ্বভলা, অধোভঙ্গ, একনত (uniclinal বা monocline) ভাঁজ বিশিষ্ট, চ্যুতি সম্পন্ন প্রভৃতি বিভিন্ন ধরনের গঠন হতে পারে। সমোন্নতি রেখার সাহায্যে অঙ্কিত ভূমিরূপের প্রস্থচ্ছেদটি লক্ষ্য না করে মুল মানচিত্রের…