যান্ত্রিক আবহবিকার(Mechanical Weathering) যান্ত্রিক আবহবিকার(Mechanical Weathering) ধারণা (Concept) যে আবহবিকারে শিলাস্তরের কেবলমাত্র ভৌত অর্থাৎ বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু শিলার অভ্যন্তরীণ অনূর গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে যান্ত্রিক আবহবিকার বলে। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাকৃতির শক্তি (উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদী, তুষার, হিমবাহ প্রভৃতি) দ্বারা চাপের হ্রাস-বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠের উপরের শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে ছোটো ছোটো শিলাখণ্ডে পরিণত হয়ে আদি শিলার উপর অবস্থান করে, তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলে। আবার অন্য ভাবে বলা যায় যে, যান্ত্রিক পদ্ধিতিতে শিলার গাঠনিক (structural) এবং প্রথনগত (textural) পরিবর্তন হলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে। এই প্রক্রিয়া উত্তমরু ও শীতল জলবায়ু অঞ্চলে বেশি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে শিলার অভ্যন্তরে এবং বাইরে উদ্ভুত শন্তির মধ্যে যে পীড়নের সৃষ্টি হয়ে যে টানের উদ্ভব হয় তাতে শিলা ভেঙে যায়। যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া (Processes of Mechanical Weathering) যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় শিলাখণ্ড চূর্ণ-বিচূর্ণ হয়, কিন্তু শিলার আকৃতি ও অবস্থার পরিবর্তন হয় না। বড়ো আকৃতির শিলাখণ্ড ফেটে গিয়ে চূর্ণ-বিচূর্…