গুরুমণ্ডল (Mantle or Barysphere)

Alborigato
গুরুমণ্ডল (Mantle or Barysphere)
গুরুমণ্ডল (Mantle or Barysphere) ভূত্বকের নীচে থেকে কেন্দ্রমণ্ডল (core) পর্যন্ত সান্দ্র ও ঘন পদার্থের অন্তর্বর্তী স্তরটিকে গুরুমণ্ডল বা Man-tie বলে। ভূত্বকের মধ্যে প্রবাহিত ও ১ তরঙ্গগুলি 8, 30 এবং 70 কিমি তলে দ্রুতগতি বৃদ্ধি করে। কারণ এই তলের নীচে বস্তুগুলির ঘনত্ব অধিক তাই ও তরঙ্গের গতিবেগ হঠাৎ বৃদ্ধি পেয়েছে। 1990 সালে ভূমিকম্প বিজ্ঞানী এ. মোহোরোভিসিক প্রথম লক্ষ করেছেন বলে তাঁর নাম অনুসারে এই তল মোহোরোভিসিক তল নামে পরিচিত। এই তল থেকে 2900 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবীর মোট আয়তনের 34.53 শতাংশ। এই স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি হল- 1. গঠন (Structure): গুরুমণ্ডল খুব ঘন, ভারী অতি-ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। এই শিলাগুলি লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজের সমন্বয়ে গঠিত। বায়োটাইট, অলিভিন, পাইরক্সিন ও অ্যাম্ফিবোল হল এখানকার মূল খনিজ। গুরুমণ্ডলের নীচের অংশে থাকে ভারী খনিজ যথা পেরিক্রেজ, ম্যাগনেসিওয়সাইট (magnesiowusite) প্রভৃতি। 2. তাপমাত্রা (Temperature): এই স্তরের গড় তাপমাত্রা। প্রায় 200℃, যদিও তাপমাত্রা ওপর থেকে নীচের দিকে ক্রমশ বাড়ে। 100 কিমি গভীরতায় তাপমাত্রা 1200-1300°C-এর কাছাকা…

একটি মন্তব্য পোস্ট করুন