উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস(Layering of the Atmosphere Based on Temperature Variation)
Alborigato
উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস(Layering of the Atmosphere Based on Temperature Variation)
উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস(Layering of the Atmosphere Based on Temperature Variation) বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উয়তার তারতম্য দেখা যায়। ভূপৃষ্ঠ থেকে যতই ওপরের দিকে যাওয়া যায়; ততই বায়ুমণ্ডলের উয়তা ক্রমশ কমতে থাকে। তবে এই হ্রাস পাওয়ার মাত্রা সর্বত্র এক রকম হয় না। বিখ্যাত জলবায়ুবিদ পিটারসন (Pet-terson) বায়ুমণ্ডলকে কতকগুলো ভাগে ভাগ করেছেন। যথা- (i) ট্রপোস্ফিয়ার, (ii) স্ট্রাটোস্ফিয়ার, (ii) ওজোনোস্ফিয়ার, (iv) আয়নোস্ফিয়ার এবং (v) এক্সোস্ফিয়ার। কিন্তু তাপমাত্রা ও বায়ুচাপের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে উল্লম্বভাবে চটি স্তরে ভাগ করা যায়। যথা- (1) ট্রপোস্ফিয়ার, (2) স্ট্রাটোস্ফিয়ার বা ওজনোস্ফিয়ার (3) মেসোস্ফিয়ার (4) থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার (5) এক্সোস্ফিয়ার এবং (6) ম্যাগনেটোস্ফিয়ার। এদের মধ্যে প্রথম ওটি সমমণ্ডলের মধ্যে অন্তর্গত এবং শেষের ওটি বিষমমন্ডলের মধ্যে অন্তর্গত। এগুলি সম্বন্ধে আলোচনা করা হল- ট্রপোস্ফিয়ার (Troposphere) গ্রিক শব্দ 'Tropos'-এর অর্থ Turbulance বা পরিবর্তনশীল বা মিশ্রণ বা গোলযোগ। এবং Sphere-এর অর্থ অঞ্চল বা মন্ডল। এই স্তরটি নিম্ন বায়ুমন্ডলের…