উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস(Layering of the Atmosphere Based on Composition)

Alborigato
উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস(Layering of the Atmosphere Based on Composition) বায়ুমণ্ডলের স্তরবিন্যাস (Layering of the Atmosphere) বায়ুমণ্ডলের গঠন ও প্রকৃতি উচ্চতা ভেদে বিভিন্ন। বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতির সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত হলেও এর বিভিন্ন অংশে ঘনত্ব, চাপ, তাপ প্রভৃতির পার্থক্য রয়েছে। এই সুন্দর পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চতা অনুসারে উপবৃত্তাকার কতকগুলি স্তর রয়েছে যারা নিজস্ব বৈশিষ্ট্য যুক্ত। প্রত্যেকটি স্তরে নির্দিষ্ট সীমানা চিহ্নিত করা হয়েছে আনুমানিকভাবে। তবুও এদের মধ্যে পার্থক্য রয়েছে। প্রত্যেক স্তরের ভৌত ও রাসায়নিক গুণাবলি স্বতন্ত্র এবং গুণাবলিসমূহের মধ্যে ঘনত্ব, চাপ, রাসায়নিক ও তড়িৎ পরিবহনগত বৈশিষ্ট্য, তাপমাত্রা প্রভৃতি অন্যতম। বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস করা হয় তা প্রধানত দুটি বিষয়ের উপর ভিত্তি করে। এগুলি হল- (A) উপাদান যা রাসায়নিক গঠন অনুসারে, (B) উন্নতার তারতম্য অনুসারে। নীচে এগুলি সম্বন্ধে আলোচনা করা হল। (A) উপাদান বা রাসায়নিক গঠন অনুসারে (Layering According to Elements or Chemical Structure): উপাদান বা রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি প্…

একটি মন্তব্য পোস্ট করুন