উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস (Layering of Atmosphere According to Variation of Component)
Alborigato
উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস (Layering of Atmosphere According to Variation of Component)
উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস (Layering of Atmosphere According to Variation of Component) উপাদান অনুসারে স্তরবিন্যাস (Layering based on Component) A. হোমোস্ফিয়ার (Homosphere) বা সমমণ্ডল: ভূপৃষ্ঠ থেকে 80-100 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমন্ডলের গঠনকারী উপাদানগুলির অনুপাত মোটামুটি সমান বলে এই অংশ হোমোস্ফিয়ার নামে পরিচিত। নাইট্রোজেন (N_{2}) অক্সিজেন (O_{2}) আর্গন (Ar) এবং কার্বন ডাই-অক্সাইড হল এই অংশের প্রধান গঠনকারী উপাদান এবং মোটামুটি সমসত্ব অনুপাতে থাকে। B. হেটারোস্ফিয়ার (Heterosphere) বা বিষমমণ্ডল: ৪৪ কিমির ঊর্ধ্ব থেকে অবশিষ্ট বায়ুমণ্ডল অর্থাৎ 10000 কিমি পর্যন্ত অংশে গ্যাসীয় উপাদানগুলির অনুপাত সমান থাকে না। এই অংশকে বলা হয় হেটারোস্ফিয়ার। এই স্তরে বিভিন্ন উপাদান হোমোস্ফিয়ারের মতো এক সঙ্গে মিশ্র অবস্থায় থাকে না, বরং বিভিন্ন গ্যাস তাদের ভর অনুযায়ী বিভিন্ন স্তরে বা উচ্চতায় বিন্যস্ত থাকে। এই স্তরগুলি হল। 1. আণবিক নাইট্রোজেন স্তর (Molecular Nitrogen [N_{2}] Layer): ৪৪ কিমি থেকে 200 কিমি প্রধানত নাইট্রোজেন (N_{2}) গ্যাস দ্বারা গঠিত। Ⅱ. পারমাণবিক অক্সিজেন স্তর (Atomic Oxygen Lay…