আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ (Landforms Produced by Weathering) শিলার আবহবিকারের প্রভাবে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও বৃহৎ ভূমিরূপের সৃষ্টি হয়। আবহবিকারের প্রক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। যথা-যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার। এই দুই প্রক্রিয়া অনুসারেও ভূমিরূপকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা- (A) যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ (B) রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ আবার অনেক ক্ষেত্রে এই দুই প্রক্রিয়া এক সঙ্গে মিলিত হয়ে ভূমিরূপ সৃষ্টি হয়, কিন্তু একটি ভূমিরূপ সৃষ্টিতে যে-কোনো একটি প্রক্রিয়া সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করে। মূলত আবহবিকার এককভাবে কাজ করে কোনো নির্দিষ্ট অঞ্চলে ভূমিরূপ সৃষ্টি করতে পারে না। অনেক ক্ষেত্রে নদীর ক্ষয়কার্য কিংবা অন্যান্য প্রক্রিয়া ভূমিরূপ গঠনে সহযোগী ভূমিকা গ্রহণ করে। নীচে আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করা হল- যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ (Landforms Produced by Mechanical Weathering) ভূপৃষ্ঠের ওপর অনেক ভূমিরূপ লক্ষ করা যায় যার সঙ্গে যান্ত্রিক আবহবিকারের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, নীচে সেগুলি সম্বন্ধে আলোচনা করা হল- 1. ভারহ্রাস গম্বু…