নদীগঠিত ভূমিরূপ(Landforms Produced By River)

Alborigato
নদীগঠিত ভূমিরূপ(Landforms Produced By River)
নদীগঠিত ভূমিরূপ(Landforms Produced By River) স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে নদীর কাজের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। ক্ষয়চকে র প্রত্যেক পর্যায়ে কিছু সুনির্দিষ্ট ভূমিরূপ নায্য করা যায়। নদীক্ষয়কার্য সাধারণত উচ্চগতিতে ঢাল (22°-35°) খুব বেশি থাকার দরুন, নদীর জলের স্রোতের ফলে নদী উপত্যকাকে ভীষণভাবে ক্ষয় করে। সেই সঙ্গে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে তাকে ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ বলে। নীচে এগুলি সম্বন্ধে আলোচনা করা হল- উচ্চগতিতে ভূমিরূপ (Landforms in Upper Course) 1. নদী উপত্যকা (River Valley): নদীর ক্ষয়কাজের ফলে উল্লেখযোগ্য ভূমিরূপ হল উপত্যকা। ক্ষয়চকে র যৌবন পর্যায়ে জল প্রবাহ ও অবঘর্ষজনিত ক্ষয়ের ফলে উপত্যকা গড়ে ওঠে। নদী তার পার্শ্বক্ষয়ের দ্বারা খাতের দু-পাশে ক্ষয় করতে থাকে। আবার নদী খাত সংলগ্ন অঞ্চলে বৃষ্টি জলের দ্বারা পাত ক্ষয় দেখা যায়। এইভাবে নদী খাতের পাড় বরাবর রিল (rill) ও গালি (gully) মাধ্যমে নদী প্রস্থ বৃদ্ধি পায়। যে অংশ দিয়ে নদীর জল প্রবাহিত হয় তাকে নদী খাত (river channel) বলে। আবার খাতের উপরের দুপাশের জলবিভাজিকা দ্বারা আবন্ধ অংশকে উপত্যকা বলে। যে কোনো নদী উপত্যকাকে নদী খাত এবং দু…

একটি মন্তব্য পোস্ট করুন