রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ (Landforms Produced by Chemical Weathering)
Alborigato
রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ (Landforms Produced by Chemical Weathering)
রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ (Landforms Produced by Chemical Weathering) কাস্ট ভূমিরূপ (Kurst Landform): সাধারণত চুনাপাথর যুক্ত অঞ্চলে 'দ্রবণ' নামক এক ধরনের রাসায়নিক আবহবিকারের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। চুনাপাথর গঠিত যুক্ত শিলায় অতিরিক্ত সংযুক্তি বা দারণের জন্য চুনাপাথরের সংযুক্তিতল বা স্তরায়ণ তল বরাবর আবহবিকারের ফলে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপের সৃষ্টি হয়। এই দ্রবণ পদ্ধতিতে ডলোমাইট কিংবা চুনাপাথর অপসারিত হয়। এই অপসারণের হার কোথাও বেশি বা কম হওয়ার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের উদ্ভব হয়; এই ভূমিরূপগুলি হল-সিঙ্কহোল, উভালা, ডোলাইন, পোলজি কার্স্ট গবাক্ষ, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট প্রভৃতি। ভূমধ্যসাগর সংলগ্ন এড্রিঅ্যাটিক সাগরের পূর্ব উপকূল বরাবর ইতালি থেকে যুগোস্লাভিয়া পর্যন্ত প্রায় 20,000 বর্গ কিমি দীর্ঘ অঞ্চলে চুনাপাথরের প্রায় সমস্ত ভূমিরূপগুলি কম-বেশি দেখতে পাওয়া যায়। তাছাড়া মেক্সিকোর যুকাতন ও তাবাস্কো অঞ্চলে; অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলে; যুক্তরাষ্ট্রের টেক্সাস ও নিউ মেক্সিকো অঞ্চলে কার্স্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এইসমস্ত ভূমিরূপ কার্ট ভূমিরূপ অধ্য…