গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ(Landforms on Granite)
গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ(Landforms on Granite) গ্রানাইট হল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পাতালিক আগ্নেয় শিলা। ভূত্বকের অধিক গভীরতায় আম্লিক ম্যাগমা অত্যন্ত ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে প্রানাইটের জন্ম দেয়। গ্রানাইটের প্রধান বৈশিষ্ট্য হল মধ্যম থেকে বৃহৎ ও সমান আকার বিশিষ্ট পরস্পর সংযুক্ত ও সম্পূর্ণ কেলাসিত দানার সমন্বয়ে সৃষ্ট বুনন, কঠিন ও পিণ্ডাকার গঠন ও অধিক দারণ বিশিষ্ট। এই প্রকার শিলাসমূহের কণাগুলির আবার প্রায় সমান আকৃতির হয়ে বলে, গ্রানাইট শিলাকে 'সমআকৃতির কণাবিশিষ্ট শিলা'ও বলা হয়। আগ্নেয় শিলাসমূহের মধ্যে গ্রানাইট হল বালুকাযৌগ শ্রেণির প্রধান শিলা। এই শিলা সাধারণত কোয়ার্টজ, বালুকা, ফেল্ডস্পার, অভ্র, টুর্মালিন, অনেক ক্ষেত্রে সোডিয়াম ও পটাশ দ্বারা সমৃদ্ধ হয়ে থাকে। ভূত্বকে গ্রানাইট শিলার উপস্থিতি সাধারণত উন্মুক্ত ব্যাথোলিঘ বা অন্যান্য উদ্দ্বেষী গঠনে লক্ষ করা যায়। অধ্যাপক Young I. Tuidel-এর মতে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপের ঢাল যথেষ্ট খাড়াই প্রকৃতির হয় এবং গ্রানাইট শিলার মধ্যে জলের প্রবেশ্যতা কম হয় বলে এই প্রকার ভূমিরূপে ধসও যথেষ্ট কম হয়ে থাকে। কিন্তু গ্রানাইট শিলায় যদি দারণের যথেষ্ট উপ…