ব্যাসল্ট শিলায় গঠিত ভূমিরূপ(Landforms on Basalt)
ব্যাসল্ট শিলায় গঠিত ভূমিরূপ(Landforms on Basalt) ব্যাসল্ট হল নিঃসারী ক্ষারকীয় প্রকৃতির আগ্নেয়শিলা। ভূগর্ভের ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূ-অভ্যন্তরস্থ উত্তপ্ত ম্যাগমা লাভা রূপে ভূ-অভ্যন্তরের বাইরে ভূপৃষ্ঠে বেরিয়ে বায়ুর সংস্পর্শে এসে দ্রুত শীতল ও কঠিন হয়ে ব্যাসল্টের জন্ম দেয়। ব্যাসল্ট দ্রুত জমাট বাঁধায় ব্যাসল্টের কণাগুলি খুবই সুক্ষ্ম প্রকৃতির হয়। সাধারণত প্ল্যাজিওক্লেজ ও পাইরক্সিন খনিজের সমন্বয়ে প্রাথমিকভাবে ব্যাসল্টের জন্ম হয়। এছাড়াও অগাইট ইলমেনাইট, হর্নব্লেন্ড ও অলিভিন প্রভৃতি খনিজের অস্তিত্বও ব্যাসল্টের মধ্যে মেলে। ব্যাসল্ট শিলার মধ্যে বহু বহুভুজাকৃতির দারণের অস্তিত্ব লক্ষ করা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমে কলম্বিয়া নদী অববাহিকার প্রায় 2.65 লক্ষ বর্গকিলোমিটার এলাকা এবং ভারতের দাক্ষিণাত্যের মালভূমির প্রায় 5.18 লক্ষ বর্গকিলোমিটার অঞ্চল ব্যাসল্ট শিলাদ্বারা গঠিত। ব্যাসল্ট জাতীয় শিলার জন্মের সময়ে এবং এই শিলার উপর বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির ক্রিয়াশীলতার মধ্যে দিয়ে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। নীচে এই প্রকার ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করা হল- 1. লাভা মালভূমি (Lava P…