ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া: নদী(Landform Developing Process: River)
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া: নদী(Landform Developing Process: River) নদীর ধারণা (Concept of River) যে সমস্ত প্রাকৃতিক কিংবা স্বাভাবিক জলধারা পৃষ্ঠের কোনো জলের উৎস থেকে উৎপত্তি লাভ করে ভূমির ঢাল অনুসারে উচ্চভূমি থেকে বহুদূর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর সেই জলধারা যখন কোনো হ্রদ বা কোনো জলধার কিংবা সাগর বা মহাসাগরে পতিত হয় বা মিলিত হয় তাকে নদী বলে। সাধারণত পার্বত্য অঞ্চল কিংবা উচ্চ জলধারা যখন নিম্নদিকে প্রবাহিত হয়ে সমতল ভূমির উপরদিকে সাগরে মিলিত হয়, তখন তাকে নদী বলে।বিখ্যাত ভূ-বিজ্ঞানী এম. মরিসাওয়ার-এর মতে, কোনো পাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারাকে নদী বলে (A stream may be defined as a channelised flow of water.)| ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত যে জলধারা বৃষ্টির জল বা তুষার ঢাল জলে পুষ্ট হয়ে কোনো সমুদ্র বা হ্রদে বা অন্য কোনো জলধারায় মিলিত হয় তখন তাকে নদী বলে। আর এক বিখ্যাত ভূ-বিজ্ঞানী Jackice Smith মনে করেন যে, স্বাভাবিকভাবে সমস্ত নদী খাতের মধ্য দিয়ে নিম্ন ঢালের দিকে প্রবাহিত এবং সমুদ্র হ্রদ বা অন্য কোনো নদীতে পতিত এই বৃহৎ বিশুদ্ধ জলের ধারাকে নদী বলে (A river is a large stream of fresh…