ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু(Katabatic Wind and Anabatic Wind)
Alborigato
ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু(Katabatic Wind and Anabatic Wind)
ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু(Katabatic Wind and Anabatic Wind) ক্যাটাবেটিক বায়ু (Katabatic Wind) গ্রিক শব্দ 'Kata' অর্থ 'নিম্নদিকে'। অর্থাৎ উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পার্বত্য বায়ু বা Katabatic wind বলে। ভূমির বন্ধুরতার জন্য পার্বত্য অঞ্চলে পাহাড়ের উঁচু অংশে রাত্রিবেলায় ওই অঞ্চলের বায়ু তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়। এই শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ বলের টানে নীচের দিকে নেমে আসে। একে পার্বত্য বায়ু বা Katabatic wind বলে (a katabatic wind that carries high density air from a higher elevation down a slope under the force of gravity)। এই শীতল বায়ুপ্রবাহের ফলে ভূমি সংলগ্ন অংশও শীতল হয়। আবার এই প্রবাহের ফলে উপত্যকার তলদেশ ঘন কুয়াশায় আবৃত হয়। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় পর্বতের চূড়ায় তুষার ক্ষেত্র থেকে শীতল বায়ুর স্রোত নীচের দিকে নামতে দেখা যায়, এই বায়ুকে নিকাশি বায়ুপ্রবাহ (air drainage) বলে। এই বায়ু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানীয় নামে পরিচিত যথা- যুগোশ্লাভিয়ায় বোরা (bora), ফ্রাব্দে মিস্ট্রাল (mistral), আলা…