কার্স্ট প্রক্রিয়া(Karst Processes)

Alborigato
কার্স্ট প্রক্রিয়া(Karst Processes) ধারণা (Concept) ভূমিরূপ বিদ্যায় কার্স্ট অঞ্চল এক বিশেষ ধরনের ভূমিরূপ। ইউরোপের যুগোশ্লাভিয়ার আড্রিয়াটিক উপসাগরের উপকূল চুনাপাথর দ্বারা গঠিত। যুগোশ্লাভিয়ার চুনাপাথরে গঠিত অঞ্চলের এই বিশেষ ভূমিরূপ কার্স্ট (Karst) নামে পরিচিত। তাই পৃথিবীর সর্বত্র চুনাপাথর গঠিত ভূমিরূপ কার্স্ট নামে পরিচিত। কার্স্ট একটি জার্মান শব্দ, এটি ইন্দো-ইউরোপীয় শব্দ 'Kar' থেকে এসেছে, যার অর্থ শিলা। ইতালিতে 'Carco' ও শ্লোভেনিয়ায় 'Kars' নামে পরিচিত। শ্লোভেনিয়ার 'Kars' শব্দের মানে উন্মুক্ত প্রস্তরময় ভূমি (Open Rocky Ground)। সাধারণত দ্রবণ পদ্ধতিতে চুনাপাথর ও ডলোমাইট শিলা দিয়ে গঠিত অঞ্চলে যে বিশেষ ধরনের ভূমিরূপের সমন্বয় দেখা যায় তাদের কার্স্ট ভূমিরূপ বলে। যুগোশ্লাভিয়ার অন্তর্গত আড্রিয়াটিক উপকূলের চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে ভৌম জলের কাজের জন্য ভূপৃষ্ঠের ওপর এক বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয়েছে। পূর্বতন যুগোশ্লাভিয়া চুনাপাথর যুক্ত অঞ্চলে বৈশিষ্ট্যপূর্ণ এ জাতীয় ভূমিরূপ কার্স্ট (Karst) নামে পরিচিত। সর্বপ্রথম এ জাতীয় ভূমিরূপ পূর্বতন যুগোশ্লাভিয়ায় আবিষ্কৃত হয়েছিল…

একটি মন্তব্য পোস্ট করুন