নদী দ্বারা সৃষ্ট কাস্ট ভূমিরূপ (Karst Landform by Fluvial Erosion)

Alborigato
নদী দ্বারা সৃষ্ট কাস্ট ভূমিরূপ (Karst Landform by Fluvial Erosion)
নদী দ্বারা সৃষ্ট কাস্ট ভূমিরূপ (Karst Landform by Fluvial Erosion) 1. গিরিখাত (Gorge): নদী কার্যের ফলে উল্লেখযোগ্য চুনাপাথর গঠিত ভূমিরূপ হল গিরিখাত। সাধারণত এই ধরনের উপত্যকা তখনই সৃষ্টি হয়, যখন ভূপৃষ্ঠের সমান্তরালে অবস্থানরত চুনাপাথরের স্তরের ওপর দিয়ে নদী প্রবাহিত হয়। নদী দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথরকে নীচের দিকে দ্রুত ক্ষয় করে। নদী পার্শ্বক্ষয় অপেক্ষা আরও সক্রিয়ভাবে উপত্যকাকে গভীর করতে থাকে। ফলস্বরূপ খাড়া ঢাল বিশিষ্ট গিরিখাত সৃষ্টি হয়। আবার সুড়ঙ্গোর ছাদ ধসে পড়ে গিরিখাত সৃষ্টি হতে পারে। ব্রিটিশ দ্বীপপুঞ্জের ডার্বিশায়ারের ডোভ (dove) ও ম্যানিফোল্ড (manifold) উপত্যকা ও ফ্রান্সের টার্ন গিরিখাত চুনাপাথর অঞ্চলের গিরিখাতের উদাহরণ। ভারতের গোদাবরী নদীতে এই ধরনের গিরিখাত সৃষ্টি হয়েছে। 2. অন্ন্ধ উপত্যকা (Blind Valley): কার্স্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী সিঙ্ক হোলে প্রবেশ করলে মনে হয় যেন নদীটি হঠাৎ তার গতি হারিয়ে ফেলেছে। তাই নদীটির সিঙ্ক হোল পর্যন্ত প্রসারিত অংশকে অন্ধ উপত্যকা বলে। অর্থাৎ চুনাপাথর যুক্ত অঞ্চলে ক্ষয়কার্য শুরু হওয়ার পর প্রথম পর্বে পৃষ্ঠদেশে নদী বিন্যাসের সৃষ্টি হয়। পরবর্তী পর্যায়ে দ্…

একটি মন্তব্য পোস্ট করুন