পৃথিবীর অভ্যন্তর: সাধারণ ধারণা(The Interior of the Earth: General Concept)
Alborigato
পৃথিবীর অভ্যন্তর: সাধারণ ধারণা(The Interior of the Earth: General Concept)
পৃথিবীর অভ্যন্তর: সাধারণ ধারণা(The Interior of the Earth: General Concept) পৃথিবীর ভেতরে কী আছে তা জানার কৌতূহল বহু পুরোনো। মনুষ পৃথিবীর বুক ছেড়ে মহাকাশে অনেকদূর পর্যন্ত পাড়ি দিয়েছে অজানাকে জানার উদ্দেশ্যে। এক সময়ের মহাকাশের দিকে তাকিয়ে থাকা চাঁদ এখন আর কল্পনার বস্তু নয়। বর্তমানে সৌর জগতের বিভিন্ন গ্রহ-উপগ্রহ-তারা কিংবা ছায়াপথ সম্বন্ধে জানার প্রচেষ্টা আজও অব্যাহত। কিন্তু পৃথিবীর ভূ-অভ্যন্তরীণ ভাগে মানুষের খুব বেশি দূর যাওয়া হয়নি। বিভিন্ন খনিজ পদার্থের সন্ধানে মাটি খুঁড়ে 3-4 কিমি গভীর পর্যন্ত কম ব্যাস যুক্ত অঞ্চলে যেতে সমর্থ হয়েছে। আবার জলের জন্য ভূ-অভ্যন্তরে 7-8 কিমি যেতে সমর্থ হয়েছে। বিভিন্ন ভূবিজ্ঞানীগণ পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের গঠন, উপাদান প্রভৃতি সম্বন্ধে জানার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিকল্প পদ্ধতি অনুসরণ করেছেন। সেই উল্লেখযোগ্য পদ্ধতিগুলি হল-ভূকম্পন তরঙ্গ (seismic wave), তেজস্ক্রিয়তা (radio-activ-ity), ভূ-চুম্বকত্ব (geomagnetism), ভূ-বিদ্যুৎ (geo-electricity) প্রভৃতি। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ভূকম্পন তরঙ্গ ও পৃথিবী পৃষ্ঠের ওপর পতিত উল্কাপিণ্ডের যার সাহায্যে পৃথিবীর অভ্যন্তরভাগের গ…