আগ্নেয় উদ্‌ভেদ শনাক্তকরণ (identification of igneous intrusions)

Alborigato
আগ্নেয় উদ্‌ভেদ শনাক্তকরণ (identification of igneous intrusions)
আগ্নেয় উদ্‌ভেদ শনাক্তকরণ (identification of igneous intrusions) ভূতাত্ত্বিক মানচিত্রে সমস্ত প্রকার শিলার উদ্‌ভেদ লক্ষ্য করা যায়। কিন্তু আগ্নেয় উদ্‌ভেদ-এর প্রকৃতি অন্যান্যদের থেকে কিছুটা আলাদা। নিম্নে কতকগুলি আগ্নেয় উদ্‌ভেদের চিত্র দেওয়া হল। ①সিল (sill): ② ডাইক (Dyke): ③ল্যাকোলিথ (Laccolith) ④লোপোলিথ (Lopolith) ⑤ ব্যাথোলিথ (Batholit): নতি (dip): 1)শিলাস্তর বা স্তরায়ণ তল বা সম্ভেদ তল অনুভূমিক তলের সঙ্গো যে কোণ উৎপন্ন করে, তাকে নতি বলে। 2)স্বরায়ণ তল অনুভূমিক তলের সলো সূক্ষ্মকোণে (acute angie) মিলিত হয়। সূক্ষ্মকোণের মান-ই নতির পরিমাণ। 3)নতি শিলান্তরের অবনমন কোণের পরিমাণ ও দিক অর্থাৎ ডাল নির্দেশ করে। 4) নতি একটি ভেক্টর রাশি (পরিমাণ ও দিক বা অভিমুখ দুই-ই থাকায়) এবং পরিমাণ সর্বনিম্ন শূন্য (০) ডিগ্রি থেকে সর্বাধিক ৭০ ডিগ্রি পর্যন্ত হয়। এছাড়া নতির দিক উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম হয়। 5) নতি ডিগ্রি, মিনিট ও সেকেন্ড একক দ্বারা পরিমাপ করা হয়। 6) ক্লাইনোমিটার এবং এস, রে কম্পাসের (S. Ray Compass) সাহায্যে শিলাস্তরের নতি পরিমাপ করা হয়। 7)নতি সর্বদা আয়ামের সমঝৌণিক হয়। ৪) শিলাস্তরের নতি প্রধানত দুই প্রকার। যথা- প্রকৃত…

একটি মন্তব্য পোস্ট করুন